তৃণমূল পর্যায়ের প্রতিবন্ধী ব্যক্তি ও কমিউনিটির সদস্যদের স্বাস্থ্যসেবা বিষয়ক সচেতনতা সভা অনুষ্ঠিত

0

তারিক হাসান, পাবনা: প্রতীক মহিলা ও শিশু সংস্থা’র আয়োজনে এবং অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন ও কমনওয়েল্থ ফাউন্ডেশন এর সহযোগিতায় পাবনা সদর উপজেলার হিমাইতপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের প্র্রতিবন্ধী ব্যক্তি, তাদের পরিবারের সদস্য এবং প্রতিবেশীদের নিয়ে স্বাস্থ্যসেবা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিমাইতপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মো: হান্নান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি’র ফিল্ড কোরঅডিনেটর মো: আমিনুল ইসলাম, নাজিরপুর গ্রাম প্রধান মো: নূর হোসেন প্রামানিক। প্রধান অতিথি বলেন, করোনাকালীন অবস্থায় প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর নিতে হবে। অন্যান্য ব্যক্তিদের তুলনায় তারা বেশী ঝুঁকিতে রয়েছে। আর এর মূল দায়িত্ব পালন করতে হবে পরিবারকে। আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি সহযোগিতা করবো। আপনারা যেকোন প্রয়োজনে আমার কাছে আসবেন। প্রতীকে নির্বাহী পরিচালক এস, এম, সাইফুর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করতে গিয়ে বলেন প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ এর তফসিল, ধারা-২(৭) এর উপ-ধারা ৩ (স্বাস্থ্যসেবা), ৯ (শিক্ষা ও প্রশিক্ষণ), ১০ (কর্মসংস্থান), ১১ (সামাজিক নিরাপত্তা) এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার গোল ৩ (স্বাস্থ্য), ৪ (শিক্ষা) এবং গোল ৮ (কর্মসংস্থান) বাস্তবায়নের লক্ষে প্রতিবন্ধী ব্যক্তি, তার পরিবার এবং কমিউনিটর সঙ্গে পিআরপিডি-সিআই প্রকল্পটি বিগত তিন বছর যাবত বাস্তবায়ন করা হচ্ছে। আজকের এই আলোচনা সভা তারও ধারাবাহিকতার অংশ। আমরা সবাই মিলে করোনাকালীন দুর্যোগ মোকাবেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গী হতে চাই। সভায় করোনা ভাইরাস মোকাবেলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা করেন পাবনা কমিউনিটি হাসপাতালের ম্যানেজার মো: মোতালেব হোসেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.