কৃষকের গলার কাটা এখন নকলার রাবার ড্যাম,বহু জমি পতিত
নকলা প্রতিনিধি : শেরপুর জেলার নকলা উপজেলার রাবার ড্যাম কৃষি সুবিধা বৃদ্ধির লক্ষ্যে নির্মাণ করা হয়েছিল ২০১৫ সালে ১৫ কোটি টাকা ব্যায় করে । বর্তমানে রাবার ড্যামটি অকেজো অবহেলায় পরে রয়েছে । পাড়ের বালু উঠে গিয়েছে উপরের স্তর নিচের দিকে গিয়ে আবার স্তর তৈরি করেছে যা ফসলের জমিতে উঠে চর সৃষ্টি হয়েছে আবার আশেপাশের ৫ হাজার কৃষক যেখানে কৃষি কাজে এ রাবার ড্যাম কাজে আসবে বলে তৈরী করা হয়েছে কৃষকরা আশা করেছিল বর্তমানে বিপরিত মুখি অবস্থানে রয়েছে রাবার ড্যামের সুবিধা প্রতিদিন বাড়ছে ভোগান্তির পাড়ের মানুষের দু:খ কষ্ট আর বাড়ি ঘর হারানোর ভয় আতংস্ক । তারা কান্দা রাবার ড্যামটির চারপাশেই এখন শুধু বিপদ কারণ বড় রকমের বন্যা দেখা দিলে ঘরবাড়ি গুলি নদীতে বিলিন হয়ে যাবে। ভোগাই নদীতে রাবার ড্যাম পানি ব্যবস্থা পণ্যা সমবায় সমিতি থাকলেও নেই কোন কার্যক্রম । স্থানীয় কৃষি বিভাগ এই বিষয়ে কোনরুপ পরামর্শ না দেওয়ায় রাবার ড্যাম প্রকল্প কোন কাজেই আসছেনা ১৫ কোটি টাকার রাবার ড্যামটি অকেজো হয়ে পড়লেও বসে নেই অবৈধ বালু উত্তোলনকারীরা । উভয় পাশ থেকে শ্যালো মিশিন দিয়ে বালু কাটা হচ্ছে প্রশাসনের চোখ ফাঁকি দিয়েই ।