নেত্রকোণায় মটরযান কর্মচারীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি: স্বাস্থ্যবিধি মেনে যানবাহন চলাচলসহ বিভিন্ন দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নেত্রকোণায় বিক্ষোভ মিছিল করেছে জেলা মটরযান কর্মচারীরা। রবিবার (২ মে) সকাল ১১টায় শহরের বারহাট্টা রোড এলাকাস্থ জেলা মটরযান কর্মচারী ইউনিয়ন কার্যালয় থেকে জেলার মটরযান কর্মচারী ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষেকার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের সভাপতি সিদ্দিকুর রহমান, কার্যকারী সভাপতি আব্দুল জলিল, সহসভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক আদব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সিবলী সাদিক, সহ সাধারণ সম্পাদক তারিফুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক সলতু মিয়া, প্রচার সম্পাদক শেখ সেলিম, কোষাধক্ষ্য কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন ফয়সাল, উপদেষ্টা সদস্য আব্দুল কুদ্দুস ও সাইফুল ইসলাম।
এসময় বক্তারা বলেন, স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে যানবাহন চলাচলের অনুমতি দেয়ার সরকারের প্রতি আহ্বান জানান। এছাড়াও পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদানসহ খাদ্যসহায়তা প্রদান এবং সারাদেশে পরিবহন শ্রমিকদের ১০ টাকা কেজি চালের ব্যবস্থা চালুর দাবী জানান।