পাবনায় প্রতিবন্ধী কিশোরীদের সৌহার্দ বিতরণ

0

তারিক হাসান, পাবনা : স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন, ঢাকা এর সহযোগিতায় প্রতীকের ১০ জন প্রতিবন্ধী কিশোরী ও প্রতিবন্ধী ব্যক্তির কিশোরী কন্যাদের সৌহার্দ বিতরণ করা হয়। এই উদ্দ্যেগের অংশ হিসেবে প্রতিবন্ধী কিশোরীদের চাউল, ডাউল, আলু, তেল, চিনি ও সেমাই প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন এর পাবনা জেলা লিডার আব-ঈ জান্নাত উপস্থিত থেকে প্রতিবন্ধী কিশোরীদের “ভাল খাবো ভাল থাকবো” শপত বাক্য পাঠ করান ও কোভিড-১৯ মোকাবেলায় নিজেদের সুস্বাস্থ্য নিশ্চিত করণে বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং সবাইকে স্বর্ণ কন্যা ন্যাপকিন প্রদান করেন।

প্রতীকের নির্বাহী পরিচালক এস, এম, সাইফুর রহমান কার্যক্রম উদ্ধোধন করে বলেন, “কোভিড-১৯ পরিস্থিতির কারণে দেশের অনেক নাগরিকের মতো প্রতিবন্ধী কিশোরী ও তাদের পরিবার খাদ্য ও পুষ্টি সংকটে পড়েছে। কিন্তু প্রতিবন্ধী কিশোরীদের নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহন একান্ত প্রয়োজন। কারন প্রতিবন্ধী কিশোরীদের ঝুঁকির মাত্রা অন্যদের চেয়ে বেশি। প্রতিবন্ধিতার কারণেই অনেক প্রতিবন্ধী কিশোরী আগে থেকেই স্বাস্থ্যগত দুর্বলতা রয়েছে। প্রতিবন্ধী কিশোরীরা যদি কোভিড-১৯-এ আক্রান্ত হন, তাহলে তারা জটিল স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়বেন এবং মৃতে্যুর মুখোমুখি হতে পারেন। কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী আমাদের সকল প্রতিবন্ধী সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখা ও ঘরে থাকার জন্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছি।

ঘরে থাকার কারণে কর্মজীবী প্রতিবন্ধী ব্যক্তিরা একদিকে যেমন আয় করতে পারছে না, অন্যদিকে পরিবারের উপর নির্ভরশীল প্রতিবন্ধী কিশোরীরা পরিবারের আয় বন্ধ হবার কারণে মানবেতর জীবন-যাপন করছে। সরকারের বিভিন্ন মহল থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের সহযোগিতা করলেও সরকারের একার পক্ষে এই দুয়োর্গ মোকাবেলা করা অত্যান্ত কঠিন। স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন, ঢাকা এর সহযোগিতায় আজ আমাদের প্রতিবন্ধী কিশোরীদের সৌহার্দ হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করলো। প্রতীকের পক্ষ থেকে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফারজানা ব্রাউনিয়াকে ধন্যবাদ। আমরা আশা করবো তাদের চলমান অন্যান্য কার্যক্রমে প্রতিবন্ধী কিশোরীদের সম্পৃক্ত করে তাদের উন্নয়নে এগিয়ে আসবে।”

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.