ডোমারে উপহার পেল ১৮ জন হতদরিদ্র পরিবার

0

সত্যেন্দ্র নাথ রায়, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার পেল ১৮টি হতদরিদ্র পরিবার। বৃহস্পতিবার বিকাল চার টার দিকে অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম তাদের হাতে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য সামগ্রী তুলে দেন। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, বোড়াগাড়ি ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন প্রমূখ। প্রতিজনের খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে, ১০ কেজি চাল, আলু পাঁচ কেজি, তেল এক লিটার, চিনি এক কেজি, ডাল এক কেজি, সেমাই দুই প্যাকেট। প্রধানমন্ত্রীর উপহার পেয়ে বেজায় খুশি দরিদ্র এ মানুষেরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম বলেন, দেশের কোন মানুষ যেন না খেয়ে থাকে এ জন্য হতদরিদ্র মানুষ খুঁজে বের করে তাদের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সনাতন ধর্মীয় হতদরিদ্র পরিবারের ১৮ জনকে প্রধানমন্ত্রী উপহার তুলে দিয়েছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.