৩১ মে বিশ্ব তামাক মুক্ত দিবসকে সামনে রেখে ফেসবুক ক্যাম্পেইন
তৌহিদ উদ দৌল রেজা : আগামী ৩১ মে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে ফেসবুক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রোববার দিনব্যাপী ঢাকাসহ খুলনা বিভাগের সকল জেলার তামাক বিরোধী সংগঠন ও তামাক বিরোধী ছাত্র সংগঠন সুবাস এই ক্যাম্পেইনে অংশগ্রহন করে ফেসবুকে বিভিন্ন স্লোগান সম্বলিত নিজের ছবি পোস্ট করেন।
ক্যাম্পেইন সূত্রে জানাগেছে, আগামী ৩১ মে বিশ্ব তামাক মুক্ত দিবসকে সামনে রেখে লকডাউনের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে দেশব্যাপী তামাক নিয়ন্ত্রণে এইড ফাউন্ডেশন এর তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় খুলনা বিভাগের ১০ জেলার বাংলাদেশ তামাক বিরোধী জোট ভুক্ত সংগঠনের উদ্দ্যেগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তামাক নিয়ন্ত্রণে “তামাকজাত দ্রব্যের ওপর সুনির্দিষ্ট কর আরোপের দাবীসহ সকল ধোঁয়াবিহীন তামাক পণ্যকে করের আওতায় আনতে তামাক পন্যের স্ট্যান্ডার্ড প্যাকেজিং ব্যাবস্থার প্রচলন করা হোক, সকল তামাক পন্যের উপর সুনির্দিষ্ট কর আরোপ করা হোক, সুনির্দিষ্ট ও শক্তিশালী এবং যুগোপযোগী তামাক কর নীতি প্রনয়ণ করা হোক, জটিল বহুস্তরবিশিষ্ট এবং ত্রুটিপূর্ণ তামাকের কাঠামো সংশোধন করা হোক, তামাকের উপর করারোপের ক্ষেত্রে তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করা হোক, জটিল বহুস্তরবিশিষ্ট এবং ত্রুটিপূর্ণ তামাকের কাঠামো সংশোধন করা হোক ।
তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকারের গাইডলাইন অনুসারে সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানে পৃথক বাজেট বরাদ্দ করা হোক, অবিলম্বে তামাকজাত দ্রব্য বিক্রেতাদের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আওতায় লাইসেন্সিং এর আওতায় আনা হোক, তামাক কোম্পানির অবৈধ বিজ্ঞাপন বন্ধে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক নির্দেশকা প্রয়োগ করা হোক, স্কুলগামী শিশু ও তরুণদের তামাকের প্রত্যক্ষ ও পরোক্ষ ধূমপান থেকে রক্ষা করতে স্থানীয় সরকারের তামাক নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তবায়ন করা হোক দাবীতে ফেসবুক পোস্ট করা হয়েছে। ক্যাম্পেইনে অংশগ্রহন করেন বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা) ভুক্ত সংগঠন সিয়াম, কেএনকেএস, মৌমাছি, পদ্মা, এসসিডিও সংস্থা, দ্বীপ্তানিয়া সমাজ কল্যাণ সোসাইটি, পল্লী উন্নয়ন সংস্থা (পাস), আশ্রয় সমাজ উন্নয়ন সংস্থা, স্বাবলম্বী, স্বপ্নীল ফাউন্ডেশন এবং বিভিন্ন কলেজের তামাক বিরোধী ছাত্র সংগঠন সুবাস সদস্যবৃন্দ।