বান্দরবানে ঝিড়ি থেকে অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার

0

মোঃ শিপন: বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে বান্দরবান সদর থানা পুলিশ। বৃহস্পতিবার ( ২০ মে) বিকাল ৫ টায় বান্দরবান সদরস্থ ৮ নং ওয়ার্ড হাফেজ ঘোনা পুরাতন বাসস্ট্যান্ড এলাকার ঝিড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়।

বান্দরবান পৌরসভাধীন ৮ নং ওয়ার্ড কাউন্সিলর কারুল হাসান (বাচ্চু) জানান, বেলা সাড়ে ৩ টার সময় স্থানীয় লোকজন হাফেজ ঘোনা এলাকার মিসকি ঝিড়িতে একটি নবজাতকের লাশ দেখতে পেয়ে আমাকে জানায়। পরে আমি বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল হতে লাশটি উদ্ধার করে।

বান্দরবান সদর থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ তৌহিদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, নবজাতকের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আপনি এগুলোও দেখতে পারেন
Loading...

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.