নেত্রকোনায় এ্যাডভোকেট হিসাবে তালিকাভূক্তির দাবীতে মানববন্ধন

বাংলাদেশ বার কাউন্সিলের ২০১৭/২০২০ সালের প্রিলি (এমসিকিউ/রিটেন) পরীক্ষায় উত্তীর্ণদের অনতিবিলম্বে গেজেট আকারে এডভোকেট হিসাবে তালিকাভুক্ত করনের দাবীতে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

0

মেহেদী হাসান আকন্দ : বাংলাদেশ বার কাউন্সিলের ২০১৭/২০২০ সালের প্রিলি (এমসিকিউ/রিটেন) পরীক্ষায় উত্তীর্ণদের অনতিবিলম্বে গেজেট আকারে এডভোকেট হিসাবে তালিকাভুক্ত করনের দাবীতে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
মঙ্গলবার ৩০ জুন দেশব্যাপি কর্মসূচীর অংশ হিসাবে নেত্রকোনা জেলা বার এসোসিয়েশনের প্রিলি(এমসিকিউ/রিটেন) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষানবীশ আইনজীবীদের ব্যানারে সকাল সারে ১১ টা থেকে সারে ১২টা পর্যন্ত প্রেসক্লাবের সামনের রাস্তায় এ মানব বন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্দন চলাকালে প্রিলি(এমসিকিউ/রিটেন) পরীক্ষায় উত্তীর্ণদের অনতিবিলম্বে গেজেট আকারে এডভোকেট হিসাবে তালিকাভ’ক্তি করণের যোক্তিকতা তুলে ধরে মানবতার ”মা” প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি মুজিব শতবর্ষে আইনজীবীদের প্রতি সদয় হওয়ার অনুরোধ জানান।
ঘন্টা ব্যাপি চলা এ মানববন্ধন কর্মসচীতে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বার এসোসিয়েশনের প্রিলি( এমসিকিউ/রিটেন) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষানবীশ আইনজীবী সমিতির সভাপতি সাজ্জাত হোসেন, শরীফা আক্তার বর্ষা, আফিয়া বিলকিস পান্না, মোঃ আওয়াল মিয়া, মশিউর রহমান মানিক,চয়ন চক্রবর্তী, খায়রুল ইসলাম, ইযার খান, মদিনা আক্তার, মৌঃ কবির হসেন ও মোমেন উদ্দিন যুবরাজ প্রমুখ।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.