নকলায় পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত নদী খনন, এলাকাবাসীর ক্ষোভ
নকলা (শেরপুর) প্রতিনিধি : পানি উন্নয়ন বোর্ড জামালপুর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে গত ২০১৮ সালে নকলা নদী খনন কার্যক্রমের জন্য১১কোটি টাকা ব্যায়ে ১৪ কিলোমিটার মৃগীনদী ওচরপড়া পুরানা বক্ষ্রপুত্র খননের কার্যক্রম শুরু করা হয়। গত বছর ৪ কিলোমিটার খনন কার্যক্রম দেখিয়ে ২ কোটি টাকার বিল উত্তোলন করে চুক্তিবদ্দ ঠিকাদারেরা। একই জায়গায় এবারও ১৪ কিলোমিটার খনন কার্যক্রম শুরু হয়েছে । বরিশালের এশিয়ান ড্রেজার নামে একটি প্রাইভেট কোম্পানী খননের কাজে চুক্তিবদ্দ হয়ে খনন শুরু করেন । অপরিকল্পিত খনন কার্যক্রমে ৫১২টি পরিবার , ১১টি স্কেল , ৪টি মাদরাসা, ২টি মাধ্যমিক বিদ্যালয় , ৫টি ব্রীজ কালভার্টসহ ১৭ টি মসজিদ নদী গর্ভে বিলিন হওয়ার হুমকির মধ্যে পড়েছে। কৃষকের পাট চাষ ,ধান চাষসহ অন্যান্য রবি শস্যের উপর বালি ফেলে বিপুল পরিমান ফসল ও জমি নষ্ট করছে ঠিকাদার । অপরিকল্পিত খননে এলাকাবাসীর উপকার হচ্ছেনা ক্ষতির মাত্রা আরোও বেড়ি যাচ্ছে বলে জানালেন অনেকেই।
গেলও বছর যে জাযগায় বালি উত্তোলন করে ড্রেজিং দেখানো হয়েছিল তা বালি গিয়ে ভরাট হয়েগেছে । নদী ভাঙ্গনে মালিকাধীন জমিও নদীতে মিশে গেছে । শতাধিক কৃষকের ফসলের জমি, ঘরবাড়ি, নদীর পাড়ে দাড়িঁয়ে আছে ঝুঁকিপুর্ণ অবস্থায় একেবারে লড়েবড়ে। বর্ষা মৌসুমে তারা পড়বেন বিপদ সংকুল পরিবেশে। তাদের দুঃখের অন্তথাকবেনা । গ্রামবাসী বলছেন এধরনের নদীখনন কোন কাজেই আসবেনা ঠিকাদারের ম্যানেজার রাশেদ মিয়া বলছেন এশিয়ান ড্রেজার কাজে নিযুক্ত হলেও রাজনৈতিক মহলের চাপে স্থানীয় ঠিকাদারকে অন্তভূক্ত করে খননের কাজ চলছে। কৃষকের ফসলের জমির উপর মাটি ফেলায় ফসল নষ্ট হচ্ছে জানতে চাওয়া হলে তারা বলেন সরকারী জমিতে তারা আবাদ করেছে।