মেহেরপুরে তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত
তৌহিদ উদ দৌলা রেজা : মেহেরপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর সদর উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম। এসময় টাস্কফোর্স সদস্য সচিব সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস বিগত দিনের বাস্তবায়িত কার্যক্রমের বিস্তারি আলোচনা করেন। উপস্থিত ছিলেন বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহাজামান, উপজেলা কৃষি কর্মকর্তা নাসরিন পারভিন, সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম, বাংলাদেশ তামাক বিরোধী জোটের প্রতিনিধি রফিকুল আলম, এইড ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার তৌহিদ উদ দৌলা রেজা, সদর থানা পুলিশের এসআই হাবিবসহ সদস্যবৃন্দ।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয় আগামী তিন মাসে মেহেরপুর সদর উপজেলাকে সম্পূর্ন বিজ্ঞাপন মুক্ত করা হবে। তামাক চাষ কমাতে কৃষি বিভাগ মাঠ পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে। যাদের বয়স ১৮ বছরের নিচে ও শিক্ষা প্রতিষ্ঠানের ১০০গজের মধ্যে কোন দোকানে তামাক পন্য বিক্রয় করা হলে আইনের আওতায় আনা হবে। সভা শেষে উপজেলা পরিষদ ও জেনারেল হাসপাতাল চত্বরে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগের সহযোগীতায় প্রধানমন্ত্রীর শ্লোগান “আমরা ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ থেকে তামাকের ব্যবহার সম্পূর্ণভাবে নির্মূল করতে চাই” বিল র্বোড স্থাপন করা হয়।