রাঙ্গামাটির মগবানে ভিজিএফ চাল ও শিশু খাদ্য বিতরণ

0

রাঙ্গামাটি প্রতিনিধি : কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় কর্মহীন দরিদ্র পরিবারের শিশুদের পুষ্টি যোগান দিতে রাঙ্গামাটি সদর উপজেলার ২নং মগবান ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৩৩ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত শিশু খাদ্য এবং ৩৩ পরিবারের মাঝে জেলেদের ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

বুধবার (৯ জুন) সকালে শহরের তবলছড়ির অস্থায়ী কার্যালয় ২নং মগবান ইউনিয়ন পরিষদে ৩৩টি দরিদ্র পরিবারের মাঝে নিরাপদ দূরত্ব বজায় রেখে প্রতি পরিবারের শিশু খাদ্য হিসেবে ১কেজি চিনি, ৪শ গ্রাম প্যাকেট গুড়া দুধ, ৫শ গ্রাম ডাল, ৫শ গ্রাম সুজি ও ৩প্যাকেট পুষ্টি বিস্কুট এবং জেলেদের জন্য ভিজিএফ ৩৩টি পরিবারের মাঝে ১০কেজি চাল, ১কেজি ডাল, ১কেজি তেল, ১কেজি লবণ বিতরণ করা হয়।

শিশু খাদ্য ও ভিজিএফ চাল বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর উপজেলার প্যানেল ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আবদুর রশিদ, ২নং মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুষ্প রঞ্জন চাকমাসহ মেম্বারগণ প্রমূখ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.