চাটমোহরে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

0

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে সড়ক দূর্ঘটনায় মজিবর রহমান (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে পাবনা-চাটমোহর মহাসড়কের মথুরাপুর ঢালান নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত মজিবর রহমান উপজেলার হরিপুর ইউনিয়নের মস্তালিপুর গ্রামের মৃত আনছার আলী মন্ডলের ছেলে এবং মস্তালিপুর জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন বেলা ১১ টার দিকে নিজ বাড়ি থেকে বাইসাইকেল চালিয়ে চাটমোহর (অমৃতকুন্ডা) হাটের উদ্দেশ্যে আসছিলেন বৃদ্ধ মজিবর। পথে পাবনা-চাটমোহর মহাসড়কের মথুরাপুর ঢালানের নিকট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি সিএনজির সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) হাসান বাশির।

Loading...

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.