অনলাইনে পশু বেচাকেনার আয়োজন করেছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন অনলাইনে পশু বেচাকেনার আয়োজন করেছে। ইতিমধ্যে অনলাইন পশুহাট নামে ফেসবুক পেজ খোলা হয়েছে।

0

চুয়াডাঙ্গা প্রতিনিধি, মোঃ পলাশ উদ্দীন : করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন অনলাইনে পশু বেচাকেনার আয়োজন করেছে। ইতিমধ্যে অনলাইন পশুহাট নামে ফেসবুক পেজ খোলা হয়েছে। সেখানে যুক্ত হয়ে খামারিরা পশু বিক্রি করতে পারবেন। অনলাইন এ্যাপসে পশুর উচ্চতা, রং, সম্ভাব্য ওজন, বিক্রেতার নাম ঠিকানা ও মোবাইল নং দিতে হবে। এছাড়াও যে সমস্ত খামারিরা কোরবানির পশু ঢাকাসহ অন্যত্র নিতে চান তারা রেলপথ ব্যবহার করতে পারবেন। আসন্ন কোরবানি উপলক্ষে গবাদি পশুতে স্টেরয়েড/ হরমোনের

অপপ্রয়োগ রোধে খামারিদের সাথে মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। মঙ্গলবার (৭ জুলাই) বেলা ১১টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার প্রাণী সম্পদ কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা এএইচএম ডা. শামিমুজ্জামান। অনুষ্ঠানে ইয়াং সার্ভিস প্রোভাইডার ৮ জন বাইসাইকেল ও খামারিদের মাঝে গরুর ঔষধসহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.