পাবনায় পেশাদার গাড়ী চালকদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

0

পাবনা প্রতিনিধি : “সাবধানে চালাবো গাড়ী, নিরাপদে ফিরবো বাড়ি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে পাবনায় পেশাদার গাড়ী চালকদের সচেতনা ও দক্ষতা বৃদ্ধির লক্ষে দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পাবনা সার্কেলের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় এই প্রশিক্ষনের উদ্বোধন করেন পুলিশ সুপার মহিবুল ইসলাম খান।

পাবনা বিআরটিএ সহকারি পরিচালক মোঃ আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালার আলোচনা সভায় সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার, পাবনা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ ফিরোজ খান সহ অনেকে উপস্থিত ছিলেন।

কর্মশালায় জেলার একশ’ জন পেশাদার গাড়ী চালকদের নিয়ে সড়ক আইন, ট্রাফিক আইন, পরিবশে বান্ধব গাড়ী চালানো, আত্বরক্ষামূলক গাড়ী চালানোসহ সচেতনাবৃদ্ধি মূলক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন প্রদান করা হয়।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.