করোনায় ক্ষতিগ্রস্থ সাড়ে তিন হাজার পরিবারের মধ্যে স্কয়ার গ্রুপের সহযোগিতায় পাবনা চেম্বারের খাদ্য সামগ্রী বিতরণ
করোনায় ক্ষতিগ্রস্থ শ্রমজীবি সাড়ে তিন হাজার পরিবারের মধ্যে স্কয়ার গ্রুপের সহযোগিতায় পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
পাবনা প্রতিনিধি : করোনায় ক্ষতিগ্রস্থ শ্রমজীবি সাড়ে তিন হাজার পরিবারের মধ্যে স্কয়ার গ্রুপের সহযোগিতায় পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
শনিবার (১১ জুলাই) সকালে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সভাপতি মো. সাইফুল আলম স্বপন চৌধুরী, সিনিয়র সহসভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি‘র তত্ত্বাবধায়নে এসব খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টু, পাবনা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মোশারোফ হোসেন, পাবনা জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক উৎপল মির্জা, অনলাইন পত্রিকা নতুন চোখ প্রকাশক এস এম আলমসহ পাবনা চেম্বারের পরিচালকবৃন্দ।
স্কয়ার গ্রুপের সহযোগিতায় এ পর্যন্ত জেলা যুবলীগসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান ইতোমধ্যে পাবনা পৌর এলাকা, সদর উপজেলার ৯টি ইউনিয়ন, আটঘরিয়া পৌর ও উপজেলা এবং সুজানগর উপজেলায় করোনায় কর্মহীন প্রায় ৩৩ হাজার পরিবারের মধ্যে পৌছে দিল খাদ্য সামগ্রী।