নীলফামারীর ডোমারে লকডাউন মানাতে কঠোর প্রশাসন
সত্যেন্দ্র নাথ রায়, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমারে উপজেলা প্রশাসন সেনাবাহিনী, পুলিশ প্রশাসনের একনিষ্ঠ নজর দারীর মধ্যদিয়ে ২ জুলাই শুক্রবার দুইদিন লকডাউন অতিক্রম করল। প্রশাসনের গাড়ীতে করে শহর থেকে প্রত্যন্ত হাটবাজার গুলতে সাধারন মানুষকে অযথা ঘোরাঘুরি করতে মানা, সচেতনতা বাড়াতে ব্যাপক প্রচার প্রচারনা চালান । উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ সহ সহকারী কমিশনার (ভুমি) ডোমার থানার তদন্ত অফিসার সোহেল রানা প্রমুখ। মাক্স বিতরন, ও ব্যবহার করাসহ সাধারন মানুষকে ঘরেথাকার আহব্বান জানান। যারা আইনকে উপেক্ষা করেছে তাদের জরিমানা করাহয়, সরকারের ঘোষিত লকডাউন পালনে প্রশাসন দ্বায়ীত্ব নিয়ে নিরবিচ্ছিন্ন কাজকরে যাচ্ছে।