পাবনায় করেনায় প্রাণ গেল ১১, আক্রান্ত কমছে

0

পাবনা প্রতিনিধি : পাবনায় গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গে প্রাণ গেল ১১ জনের। আক্রান্ত কমতে শুরু করেছে। এতোমধ্যে ১৫৫ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। পাবনা জেনারেল হাসপাতালের পরিসংখ্যানবিদ সোহেল রানা জানান, হাসপাতালের করোনা ইউনিটে শুক্রবার দুপুর থেকে শনিবার দুপুর পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৩ জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ৩ জন। এছাড়াও সদরে ৩ জন, সাঁথিয়া ১ জন, ফরিদপুরে ১ জন মারা গেছেন।

মৃত ব্যক্তিরা হলেন; জেলার ঈশ্বরদী উপজেলার রুপপুরের মোজাহার হোসেন (৫৬), সুজানগরের ইউসুফ আলীর ছেলে লুৎফুর রহমান (৬০), সদরের হেমায়েতপুরের চরবাঙ্গাবাড়িয়ার মৃত আলহাজ্ব এরাদ আলীর ছেলে রোস্তম আলী (৭২), সাঁথিয়া পৌর এলাকার নওয়ানির মৃত ময়েন মোল্লার ছেলে ওমর আলী( ৬৮), পাবনা সদরের দড়িভাউডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক রফিকুল ইসলাম (৪০), আরিফপুর হাজিরহাটের সাইফুল ইসলাম (৬০), সদরের দাপুনিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের
মৃত আকবর আলীর ছেলে আব্দুর রহিম (৬৫)।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ৩ জন ও ফরিদপুর উপজেলায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। পাবনার সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা অংশুপ্রতীম বিশ্বাস জানান, গেল ২৪ ঘন্টায় পাবনায় ১৫৫ জন আক্রান্ত হয়েছে। এসময় মারা গেছে ১ জন। কয়েক দিনের তুলনায় আক্রান্ত সংখ্যা কমলেও মৃত্যুর সংখ্যা কমেনি। মোট শনাক্ত হয়েছে ৮ হাজার ২৮৪ জন। মোট মৃত্যুবরণ করেছে ৩১ জন। প্রায় ২ হাজার জন রোগী বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.