রাজশাহীর চরাঞ্চলের দরিদ্রদের খাদ্য সামগ্রী দিল র্যাব
রাজশাহী প্রতিনিধি : মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে লকডাউন পরিস্থিতিতে দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন র্যাব-৫। বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে মহানগরীর হাইটেক পার্ক মাঠে প্রায় সাড়ে ৩০০ চরাঞ্চলের দরিদ্র মানুষের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান তালুকদার।
তাদের মধ্যে সাড়ে তিন হাজার কেজি চাল, ৭০০ কেজি ডাল, ৭০০ লিটার তেল, চিনি ৩৫০ কেজি, লবণ ৩৫০ কেজি, নুডুলস ৩৫০ প্যাকেট, সেমাই ৭০০ প্যাকেট, ম্যাচ ৩৫০ ডজন ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্য সামগ্রী বিতরণের সময় অন্যান্যদের মধ্যে র্যাব-৫ উপ-অধিনায়ক মেজর মোর্শেদ, হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান বজলে রাব্বি মুঞ্জিলসহ র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।