দাঁড়িয়ে থাকা মালবাহী বগিতে তেলবাহী ট্রেনের ধাক্কা : দুই বগি লাইনচ্যুত

0
সোম মল্লিক যশোর প্রতিনিধি : অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনের বগিতে একটি তেলবাহী ট্যাংকার ট্রেনের ধাক্কায় দু’টি বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার (১৭ জুলাই) ভোররাতে নওয়াপাড়া রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। এতে হতাহতের ঘটনা ঘটেনি। তিন ঘন্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়েছে।
নওয়াপাড়া স্টেশনমাস্টার বুলবুল আহমেদ জানান, শনিবার ভোর আনুমানিক সোয়া ৪ টার সময় খুলনাগামী একটি খালি তেলবাহী ট্যাংকার ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা মালবোঝাই ১০টি বগিকে ধাক্কা মারে। ঘটনাস্থলে খুলনাগামী তেলবাহী ট্রেনের দু’টি বগি লাইনচ্যুত হয়। আনুমানিক তিন ঘন্টা পর খুলনার সঙ্গে দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। দুর্ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানতে চাইলে
স্টেশনমাস্টার জানান, সিগনালে ভুল হওয়ায় এমনটি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান তদন্তের পর বলা সম্ভব হবে। উদ্ধার অভিযান বিকেলের মধ্যে সম্পন্ন হবে বলে তিনি নিশ্চিত করেন। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর রাতে নওয়াপাড়া রেল স্টেশনের প্লাটফর্মে বিকট শব্দ হয়। এসময় খুলনাগামী তেলবাহী একটি ট্রেনের দু’টি খালি ট্যাংকার লাইনচ্যুত হয়ে পড়ে যায়। দাঁড়িয়ে থাকা ফ্লাইঅ্যাস বোঝাই বগিগুলো ধাক্কা লেগে কয়েকশত মিটার দূরে চলে যায়।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.