১৩জন চিকিৎসক দিয়ে চলছে ১০০ শয্যার নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল

0

মেহেদী হাসান আকন্দ: নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসকের অভাবে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। জানা গেছে, মাত্র ১৩ জন চিকিৎসক দিয়ে চলছে ১০০ শয্যার নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের চিকিৎসা কার্যক্রম। ৪২ চিকিৎসকের মধ্যে ২৯ জনের পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু সাঈদ মোহাম্মদ মাহববুর রহমান। আর হাসপাতালের অভ্যন্তরে কাজের জন্য ৫৯ জন তৃতীয় শ্রেণির কর্মচারীর জায়গায় আছেন মাত্র ২৭ জন।

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালে ১০টি সিনিয়র কনসালট্যান্ট পদের মধ্যে ৯টি পদই শূণ্য রয়েছে। ১১টি জুনিয়র কনসালট্যান্টের পদের মধ্যে ৮টি পদই শূন্য রয়েছে। মেডিকেল অফিসার ৪টি পদের মধ্যে ২টি পদই শূণ্য রয়েছে। সহকারী সার্জন ৮টি পদের মধ্যে ৭টি পদই শূণ্য রয়েছে। প্যাথলজিষ্ট ১টি পদের মধ্যে ১টি পদই শূণ্য। ডেন্টাল সার্জন ১টি পদের মধ্যে ১টি পদই শূণ্য। মেডিকেল অফিসার (হোমিও) ১টি পদের মধ্যে ১টি পদই শূণ্য। ডেন্টাল, মেডিসিন, চক্ষু, ইএনটি, শিশু, মেডিকেল অফিসার (হোমিও), প্যাথলজি বিভাগ থাকলেও নাই কোন ডাক্তার। হাসপাতালে চিকিৎসক সংকটের কারণে অধিকাংশ রোগীকে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ অথবা ঢাকায় চিকিৎসার জন্য যেতে হচ্ছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু সাঈদ মোহাম্মদ মাহববুর রহমান জানান, হাসপাতালে চিকিৎসক সংকটের কারণে রোগীদের চিকিৎসা সেবা প্রদান ব্যহত হচ্ছে। হাসপাতালের শূন্যপদগুলোতে চিকিৎসক নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার চিঠি প্রদান করা হয়েছে। কিন্তু পদায়ন করা হচ্ছে না। মাত্র ১৩জন চিকিৎসক দিয়ে অনেক কষ্টে হাসপাতাল চালাতে হচ্ছে। নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম, মুখলেছুর রহমান খান জানান, দীর্ঘদিন যাবৎ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসক সংকটের কারণে এ জেলার সাধারণ জনগণ স্বাস্থ্যসেবা হতে বঞ্চিত হচ্ছে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.