ডোমারে আখঁ চাষে ব্যাপক সাফল্য
সত্যেন্দ্র নাথ রায়, নীলফামারী, প্রতিনিধি : ডোমারে দাম ভালো পাওয়ায় আখঁ চাষাবাদে কৃষকের ব্যাপক আগ্রহ বেড়েছে। উপজেলার বোরাগাড়ী ইউনিয়নের হুচেন আলী ১০ বৎসর ধরে ১ একর, হরিনচড়া ইউনিয়নের হংসরাজ গ্রামের আতর আলীর ছেলে মোঃ হাচান আলীর সাথে সরজমিনে গিয়ে কথা হলে যানান.মুই দীর্ঘ ৪ বৎসর যাবৎ ৩৩ শতাংশ জমিনে গেন্ডারী, মুগী, চালানী জাতের আখঁ চাষ করছে মোট খরচ হয় ১৫ হাজার টাকা। নয়/ ছত্রিশ ইঞ্চি দুরুত্বে চারা নাগেবার হয় । প্রতি সপ্তাহে ১ বার স্প্রে, ২০ দিন পর পর পাতা পরিস্কার.রোগ বালাই বলতে গাছের গোরায় পিপরা ধরে, পচন ধরে আখঁ শুকি যায়, খেত উঠতে সময় লাগেএক বৎসর। প্রতি পিছ আখঁ নিম্ন ৫ টাকা থেকে সর্বোচ্চ ৩৫ টাকা দরে আনুমানিক ১লক্ষ্য টাকা বিক্রি হবে মোর এই দেখি অনেক কৃষক আখঁ চাষাবাদে নাগি পইচ্ছে। এবিষয়ে কথা হলে ডোমার উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) আনিছুজ্জামান বিডি২৪ভিউজ কে জানান এবারে উপজেলায় ১৩ হেক্টর জমিতে আখঁ চাষাবাদ করা হয় , আমরা মাঠে গিয়ে কৃষককে সঠিক পরামর্শ দিয়েছি ও আবহাওয়া অনুকুলে থাকায় ভালো ফলন হয়েছে । কৃষকের যেকোন ফসল চাষাবাদে আমরা একনিষ্ঠ ভাবে পরামর্শ দিয়ে থাকি, যেন কৃষক লাভবান হয়, আমদের দপ্তরের কৃষি নিয়েই কাজ।