৫০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন মৌলভীবাজার জেলা প্রশাসক
তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত মৌলভীবাজার জেলার গণপরিবহন শ্রমিক, মৎস্যজীবী, ঋষি সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার হতদরিদ্র মানুষের মাঝে ‘মাননীয় প্রধানমন্ত্রীর উপহার’ হিসেবে ত্রাণসামগ্রী বিতরণ। জেলা প্রশাসন, মৌলভীবাজার এর উদ্যোগে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন মানুষের মাঝে ‘মাননীয় প্রধানমন্ত্রীর উপহার’ হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে আজ ৫০০ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তির মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক, মৌলভীবাজার জনাব মীর নাহিদ আহসান।
উপকারভোগী হিসেবে আজ ছিলেন মৌলভীবাজার জেলার করোনায় ক্ষতিগ্রস্ত গণপরিবহন শ্রমিক, মৎস্যজীবী, ঋষি সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার হতদরিদ্র মানুষ। আজকের ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র জনাব মোঃ ফজলুর রহমান, মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) জনাব তানিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) জনাব মোঃ মেহেদী হাসান, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব রুমানা ইয়াসমিন সহ মৌলভীবাজার জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ। উপহার সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি পরিমাণ চাল এবং ৫০০ টাকা সমমূল্যের ডাল, পেঁয়াজ, আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী।