পাবনায় বিএনপির উদ্যোগে আরোগ্য প্রত্যাশীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবাসহ ওষুধ সরবরাহ কার্যক্রম উদ্বোধন

0

পাবনা প্রতিনিধি : পাবনায় বিএনপির উদ্যোগে আরোগ্য প্রত্যাশীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবাসহ ওষুধ সরবরাহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এড. শামছুর রহমান শিমুল বিশ্বাস। এ কর্মসূচির আওতায় চিকিৎসকের পরামর্শে রোগীদেরকে বিনামূল্যে ওষুধ প্রদান করবেন দলের নেতাকর্মীরা। অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সামাদ খান মন্টু, সাবেক সাধারন সম্পাদক খন্দকার হাবিবুর রহমান তোতা, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাষ্টারসহ নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচিতে দেশ ও জাতির সমৃদ্ধি, করোনা থেকে মুক্তি ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাতে শরিক হন দলের নেতাকর্মীরা।

Loading...

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.