পাবনায় আবাসিক হোটেল থেকে ৮ জুয়ারু আটক, অর্থ জব্দ
পাবনা প্রতিনিধি : পাবনা শহরের প্রেসক্লাব গলির রানা ইভিনিং টাচ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে পুলিশ ৮ জুয়ারুকে আটক করেছে। এ সময় অর্থ জব্দ করা হয়। সদর ফাঁড়ি পুলিশের ইন্সপেক্টর আবুল কালামের নেতৃত্বে একদল পুলিশ বুধবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন। পাবনা সদর ফাঁড়ির ইন্সপেক্টর আবুল কালাম জানান, গোপন সংবাদে জানতে পারেন শহরের পাবনা প্রেসক্লাবের গলির মধ্যে রানা ইভিনিং টাচ আবাসিক হোটেলের চারতলার একটি কক্ষে তাস দিয়ে জুয়ার বোর্ড বসিয়ে টাকার বিনিময়ে জুয়া খেলা হচ্ছে। খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়।
এ সময় ৪৫ হাজার ২৩৮ টাকাসহ উপকরণ জব্দ করা হয়। আটককৃতরা হলেন; মোঃ মোজাক্কের আলী মামুন (৩০) পিতা-মৃত ময়েন উদ্দিন সাং- কালাচাঁদ পাড়া তালপুকুর, সুমির দাস (৪৪) পিতা-মৃত রবীন্দ্রনাথ দাস সাং- রাধানগর রথঘরের পার্শ্বে, মোঃ সিদ্দিক সরদার (৫৫) পিতা-মৃত সেকেন সরদার সাং- সিংগা বাজার সুইট এর মিলের পিছনে, মোঃ মনজু শেখ (৫৫) পিতা-মৃত আনছের শেখ সাং- দিলালপুর ফায়ার সার্ভিসের পিছনে, মোঃ রজব আলী নিশাত (২৬) পিতা-মৃত রেজাউল হক রেজা সাং- শালগাড়িয়া তালবাগান, মোঃ আমিরুল ইসলাম আমিন (৪০) পিতা-মোঃ মকছেদ আলী প্রাং সাং- শিবরাম পুর আল হেলাল মসজিদের পিছনে, মোঃ চান্দু মোল্লা (৩২) পিতা-মৃত আবের মোল্লা সাং- গয়রা কাশিনাথপুর ব্রীজের পার্শ্বে ও শ্রী রবি দাস শুভ (২৮) পিতা-মৃত রাজ বলি দাস সাং- নয়নামতি মাঠপাড়া। সবাই সদর উপজেলার বাসিন্দা। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।