পাবনা প্রেসক্লাব সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবীতে বেড়া ও চাটমোহরে মানববন্ধন
পাবনা প্রতিনিধি : পাবনা প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে পাবনা-২ আসনের সাবেক এমপি ও পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আজিজুল হক আরজুর দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন করেছেন গণমাধ্যমকর্মীরা।
মঙ্গলবার সকালে জেলার চাটমোহর থানা মোড় এলাকায় প্রেসক্লাবের আয়োজনে এই মানববন্ধনে স্থানীয় সাংবাদকর্মী ও বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন, চাটমোহর প্রেসক্লাব সভাপতি রকিবুর রহমান টুকুন, সাধারণ সম্পাদক সঞ্জীত সাহা, সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েলসহ অনেকে।
অন্যদিকে বেড়া প্রেসক্লাব ও স্থানীয় গণমাধ্যমকর্মিদের আয়োজনে পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেড়া প্রেস ক্লাবের সভাপতি শফিউল আযমের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ এর পরিচালনায় অনুষ্ঠিত এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য দেন প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য বকুল মোল্লা, সহ সাধারণ সম্পাদক মহসীন মল্লিক, বরুণ রায়, হারুনর রশীদ, ডাঃ আব্দুল হান্নান সহ বেড়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক সৈকতের বিরুদ্ধে সম্প্রতি ডিজিটাল মামলা দায়ের স্বাধীন সাংবাদিকতার কন্ঠরোধের অপচেষ্টা ও মত প্রকাশের স্বাধীনতায় নগ্ন হস্তক্ষেপ। বক্তারা অবিলম্বে সাংবাদিক সৈকতের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরপত্তা আইন বাতিলের দাবি জানান। গত ৮ মার্চ বেড়া উপজেলার নাটিয়াবাড়িতে সাবেক এমপি আরজুর ভাতিজা পরিচয় দেয়া এক ব্যাক্তির বাড়িতে অস্ত্রের কারখানার সন্ধান পাওয়ার কথা জানায় পুলিশ। এ নিয়ে সংবাদ প্রকাশ হলে সাবেক এমপি আরজু এ মামলা দায়ের করেন।