কাপ্তাই কৃত্রিম হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা আরেক দফায় বৃদ্ধি

0

মাহফুজ আলম, কাপ্তাই ( রাঙামাটি) থেকে : রাঙামাটির কাপ্তাই কৃত্রিম  হ্রদে মাছ ধরার ওপর ফের নিষেধাজ্ঞার মেয়াদ আরেক দফায় ১০ দিনের মেয়াদে  বাড়ানো হয়েছে। প্রথম নিষেধাজ্ঞার চলতি মেয়াদ ১০ আগষ্টের পরিবর্তে ২০ আগষ্ট নির্ধারণ করা হয়েছে। এর মুল কারন হ্রদে পর্যাপ্ত পানি না বাড়ায়  মাছের প্রাকৃতিক প্রজনন সম্পন্ন না হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে, প্রশাসনিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গেল ৯ আগষ্ট সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ সভায় সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।   রাঙামাটি জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) রাঙামাটির বিপণন ব্যবস্থাপক নৌ কমান্ডার তৌহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রনজন ঘোষ, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেলসহ প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভায় বলা হয়, কাপ্তাই হ্রদে মাছ ধরার ওপর জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ এর আগে ১০ আগষ্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। কিন্তু হ্রদে পর্যাপ্ত পানি না হওয়ায় মাছের প্রাকৃতিক প্রজনন এখনও সম্পন্ন হয়নি। চলতি মৌসুমে ঘোষিত নিষেধাজ্ঞায় হ্রদে তিন মাসের জন্য সব ধরনের মাছ শিকার, আহরণ ও বিপণনের ওপর ৩১ জুলাই পর্যন্ত নিষিদ্ধ ছিল।  কিন্তু ওই সময়েও পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় কাপ্তাই হ্রদে পর্যাপ্ত পানি না বাড়ায় সংশ্লিষ্ট বিভাগ সমুহের এ সিদ্ধান্ত।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.