রাঙ্গামাটিতে অসহায়দের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

0

রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটির পৌরসভা এলাকায় পাহাড়ি ও বাঙালি সুবিধাবঞ্চিত ৮০টি পরিবারের মাঝে সামাজিক দুরুত্ব বজায় রেখে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার সকালে রাঙ্গামাটি রিজিয়নের উদ্যোগে ও সদর জোনের সার্বিক ব্যবস্থাপনায় ভেদভেদির টেনিস কোর্ট মাঠ প্রাঙ্গণে ত্রাণ বিতরণ করেন রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল এস এম আমিনুল ইসলাম(পিএসসি)।

ত্রাণ বিতরণকালে জোন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই আর্তমানবতার সেবায় দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে আসছে। তারই ধারাবাহিকতায় রাঙ্গামাটি পৌরসভা এলাকার পাহাড়ি ও বাঙ্গালি সুবিধাবঞ্চিত ৮০টি পরিবারের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় রাঙ্গামাটি সদর জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন শাদমানুর রহমান অর্ণব, লেঃ সাকিফ রহমান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মুক্তার হোসেন উপস্থিত ছিলেন। খাদ্য সহায়তা হিসেবে ৫ কেজি চাউল, ২ কেজি আটা, ৩ কেজি ডাল, ১ কেজি লবণ প্রদান করা হয়।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.