নীলফামারীর ডোমারে রংপুর বিভাগীয় কমিশনারের বাইসাইকেল বিতরণ

0
সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমারে বাইসাইকেল ও পোশাক বিতরণ করা হয়েছে। ২৯ শে আগস্ট রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে, এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা.বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী.ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ,ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার.সহকারী কমিশনার (ভুমি) জায়িদ ইমরুল মোজাক্কির।
ডোমার থানা অফিসার ইনর্চাজ মোস্তাফিজার রহমান। উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল ইসলাম বাবুল সহ স্থানীয় নেতা, গন্যমান্য নেতৃবর্গ। অনুষ্ঠানে ৮৭ জন দফাদার মহল্লাদার মাঝে পোশাক ও বাইসাইকেল প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে, বিভাগীয় কর্মকর্তা আরবিআরটিসি, বিএফআরআই মোহাম্মদ আনিসুর রহমান সভাপতিত্বে বাঁশ গবেষণা কেন্দ্র ও প্রশিক্ষন কেন্দ্রের আয়োজনে বাঁশ গবেষনা কেন্দ্রর হলরুমে প্রশিক্ষন কোর্স এর শুভ উদ্বোধন ঘোষনা করেন কমিশনার মহোদয়। তিনি গবেষণা কেন্দ্রের চারিদিক ঘুরে দ্যাখেন। এবং বলেন ডোমার  আঞ্চলিক বাঁশ ও গবেষনা প্রশিক্ষন কেন্দ্রর জন্য আমার কাছে কোনো সহযোগিতা চাওয়া হয়, তার জন্য সবসময় পথ খোলা।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.