গৌরীপুরে করোনাকালে প্রণোদনা ঋন পেলেন ১৫ নারী
মো. হুমায়ুন কবির, গৌরীপুর প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার (৩১ আগস্ট) করোনাকালে ক্ষতিগ্রস্ত স্থানীয় ১৫ জন নারীর মাঝে ৮ লাখ টাকার প্রণোদনা ঋন বিতরণ করেছে বুরো বাংলাদেশ গৌরীপুর শাখা। প্রধানমন্ত্রীর ঘোষিত প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এ ঋন বিতরণ করা হয়েছে।
গৌরীপুর বালুয়াপাড়া এলাকায় বুরো বাংলাদেশের কার্যালয়ে এ ঋন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।
এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গৌরীপুর প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার, বুরো বাংলাদেশ শম্ভুগঞ্জের এলাকা ব্যবস্থাপক সারোয়ার হোসেন, ময়মনসিংহের প্রোগাম অরগানাইজার (কৃষি) আলামিন, গৌরীপুরের শাখা ব্যবস্থাপক হাবিব আল আমিন, সাংবাদিক ফারুক আহাম্মদ, আরিফ আহম্মেদ, শাহজাহান কবির প্রমুখ।