সিরাজগঞ্জে র্যাব-১২ কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা
নিজস্ব প্রতিনিধি : সিরাজগঞ্জে র্যাব-১২ কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন প্রতিষ্ঠানকে মোট ২,৫০,০০০ /- টাকা জরিমানা। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, ধর্ষণ এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় অদ্য ০৭/০৯/২০২১ ইং তারিখ সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে র্যাব-১২ এর অপারেশন টিম।
র্যাবের সহযোগিতায় সার্বিক বিষয় পর্যালোচনা করে ভ্রাম্যমান আদালতের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মাহমুদুল হাসান রনি ,সিরাজগঞ্জ এবং র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মিঃ জন রানা এর উপস্থিতিতে সিরাজগঞ্জ রোডস্থ হাটিকুমরুলে অবস্থিত ফুড ভিলেজ হোটেলের স্বত্ত্বাধিকারীকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে নিন্ম মানের খাবার বিক্রয় এবং স্বাস্থ্যবিধি অমান্য করার অপরাধে মোঃ শাহজাদ রেজা সাগর কে ৮০,০০০/- টাকা, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারী পন্য তৈরীর করার অপরাধে দুইটি বেকারী প্রতিষ্টানের স্বত্ত্বাধিকারী ১। মোঃ আইনুল হক ৫০,০০০/- টাকা,২। মোঃ মারুফ ৫০,০০০/- টাকা এবং নকল জুস তৈরীর কারখানা এর স্বত্ত্বাধিকারী মোঃ আব্দুর রাজ্জাক ৫০,০০০/- টাকা এবং আচার ও চিপস্ তৈরীর কারখানা এর স্বত্ত্বাধিকারী মোঃ হানিফ কে ২০,০০০/- টাকা করে উপরোক্ত প্রতিষ্ঠান গুলোকে সর্বমোট- ২,৫০,০০০/-(দুইলক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়েছে।