বগুড়ার শেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী কে আটক করেছে র্যার
নিজস্ব প্রতিনিধি : র্যার-১২’র অভিযানে বগুড়ার শেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় ২১/০৯/২০২১ তারিখ রাত ০৮.৩৫ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল বগুড়া জেলার শেরপুর থানাধীন শেরপুর পৌরসভাস্থ আলিয়া মাদ্রাসার গেইটের সামনের এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৫০(তিনশত পঞ্চাশ) গ্রাম নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত নগদ ২,৪৫০/-(দুই হাজার চারশত পঞ্চাশ) টাকা, ০২ টি মোবাইল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ১। মোঃ ফয়সাল আহম্মেদ(২২), পিতা- মোঃ আবু ছালেক, সাং- বারদুয়ারীপাড়া পাড়া আলিয়া মাদ্রাসা গেইট, ২। মোঃ রানা মিয়া(২১), পিতা-মোঃ জাফর আলী, সাং-উত্তর সাহাপাড়া, উভয় থানা-শেরপুর, জেলা-বগুড়া।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে বগুড়া জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণীর ১৯(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে বগুড়া জেলার শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।