গৌরীপুরে ২০ হাজার হেক্টর জমিতে রোপা আমন চাষ।। লক্ষ্য মাত্রা ৮৪ হাজার ৮২৪ মেক্ট্রিক টন

0

মো. হুমায়ুন কবির, গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুরে ২০ হাজার ৮৫৩ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ করা হয়েছে। উৎপাদন লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৮৪ হাজার ৮২৪ মেক্ট্রিক টন।

সোমবার সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে দেখা যায়, আবাদকৃত আমনের জমি সবুজে চেয়ে আছে। শালীহর গ্রামের মোস্তাফিজুর রহমান জানান- তিনি ২৮০ শতক জমিতে আমন ধান রোপন করেছেন। প্রাথমিকভাবে জমির আবস্থা ভালোই মনে হচ্ছে। প্রাকৃতিক কোন দুর্যোগ না হলে তিনি আশানুরূপ ধান পাবেন।

কাউরাট গ্রামের মোঃ আলী হায়দার জানান- এক একর জমিতে তিনি আমন চাষ করেছেন। আবহাওয়া অনূকূলে থাকায় জমির অবস্থা ভালো। পোকার আক্রমণ কিংবা প্রাকৃতিক দূর্যোগ না হলে কাঙ্ক্ষিত ফসল উৎপাদন হবে।

গৌরীপুর উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লিপি জানান- এ মৌসুমে উপজেলায় হাইব্রিড ৪৬০, উফশী এক হাজার ৫৯০ ও স্থানীয় চার হাজার ৪৮৫ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ করা হয়েছে। ধান উৎপাদনের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৫৪ হাজার ৮২৪ মেট্রিক টন।

Loading...

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.