শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে পাবনায় আওয়ামী লীগের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

0

রফিকুল ইসলাম সুইট : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্ম বার্ষিকী উৎসব মূখর পরিবেশে পালনের উদ্দেশ্যে আওয়ামী লীগের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পাবনা সদর উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের যৌথ উদ্দোগে সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী ব্যাপক উৎসবমুখর পরিবেশে করার সিদ্ধান্ত হয়। জেলা আওয়ামী লীগের সাথে যৌথভাবে পৌর ও উপজেলা আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের অংশ গ্রহন করার সিদ্ধান্ত হয়।

পাবনা পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড.তসলিম হাসান সুমনের সভাপতিত্বে এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কালাম আজাদ বাবু, অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: মোশারফ হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: শাহজাহান মামুন, পাবনা পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, দপ্তর সম্পাদক আলহাজ্ব শরিফুল হক পলাশ প্রমূখ। সদর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগের নেতৃবৃন্দসভায় অংশ গ্রহন করেন।

 

আপনি এগুলোও দেখতে পারেন
Loading...

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.