নীলফামারীর ডোমারে বিভিন্ন জায়গায় বিশ্ব নদী দিবস পালন

0

সত্যেন্দ্রনাথরায়, নীলফামারী প্রতিনিধি : বাঁচলে নদী বাাঁচবে দেশ, নদী মাতৃক বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে ২০২১ বিশ্ব নদী দিবস পালন করা হয়েছে।  ২৬শে সেপ্টেম্বর রবিবার কলমদর বুরিখোড়া নদী সুরক্ষা কমিটি(রিভারাইন পিপল) শালমারা হরিনচড়ার আয়োজনে কমিটির আহব্বায়ক শিক্ষক হরিপদ রায় সভাপতিত্বে আলোর বাজার (পারঘাট পার)নামক স্থানে দিবসটি পালন করা হয়েছে। এখান থেকে একটি র‌্যালী বের হয়ে এশিয়ান হাইওয়ে রোড হয়ে লীলাহাটি পর্যন্ত প্রদক্ষিন করে তারা আবার আলোর বাজারে এসে আলোচনা সভায় মিলিত হয়।

মানুষের জন্য নদী দিবসটি পালনে জনগনকে সচেতন করতে কলমদর বুরিখোড়া নদী (রিভারাইন পিপল) সুরক্ষা কমিটি র‌্যালী, শোভাযাত্রা ও আলোচনা সভা, বিভিন্ন কর্মসুচি হাতে নিয়েছে। এ সময় সভায় উপস্থিত ছিলেন নদী সুরক্ষা কমিটির সদস্য সচিব সত্যেন্দ্র নাথ রায়, কমিটির সদস্য, মনোরঞ্জন রায়, সংঙ্কর চন্দ্র রায়, ঢাকা সুপ্রিম কোর্টের এ্যাড. ধিরেন চন্দ্র রায়, শালমারা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বনোমালী রায় সহ স্থানীয় গন্যমান্যব্যক্তি বর্গ। এছারাও ডোমার শালকি , দেওনাই, চেকাডারা নদী সহ উপজেলার ৪টি স্থানে দিবসটি পালন করা হয়।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.