পাবনায় প্রধানমন্ত্রীর সংগ্রামী জীবন নির্ভর দিনব্যাপী চিত্রাঙ্কন কর্মশালা অনুষ্ঠিত
পাবনা প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রামী জীবন ও অর্জনের নানা খন্ড চিত্র নিয়ে পাবনায় চারুশিল্পীদের অংশগ্রহণে “জননেত্রী থেকে বিশ্বনেত্রী, আমাদের আপা” শীর্ষক চিত্রাঙ্কন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতা ও বিজয় দিবস উদযাপন পরিষদের আয়োজনে আজ দিনব্যাপী কর্মশালায় জেলার ২০ জন চারুশিল্পী অংশ নেন।
দুপুরে চিত্রাঙ্কন কর্মশালা ও প্রদর্শণী ঘুরে দেখেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। আয়োজকরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ বাঙালী গৃহিনী থেকে নিজ নেতৃত্বগুণে পরিণত হয়েছেন অনন্য এক বিশ্বনেত্রীয়। বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে তাঁর প্রজ্ঞা, ত্যাগ আর দূরদর্শীতার স্বীকৃতি মিলেছে ২৭টি আন্তর্জাতিক পুরস্কারে। নতুন প্রজন্মের মাঝে তাঁর বিশ্বনেত্রী হয়ে ওঠার গল্প ছড়িয়ে দিতেই এ আয়োজন।