বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নব-নির্বাচিত পরিচালক সাইফুল আলম স্বপন চৌধুরীকে সম্বর্ধনা ও উদ্যোক্তাদের সাথে মত বিনিময় সভায় অনুষ্ঠিত
পাবনা প্রতিনিধি : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নব-নির্বাচিত পরিচালক পাবনার কৃতি সন্তান সাইফুল আলম স্বপন চৌধুরীর সম্বর্ধনা ও উদ্যোক্তাদের সাথে এক মত বিনিময় সভায় অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধ্যায় পাবনা মিডিয়া সেন্টারে ‘‘অল ইন ওয়ান প্লাটফর্ম-একের ভিতর সব’’ গ্রুপের আয়োজনে অনুষ্ঠানস্থল উদ্যোক্তাদের মিলন মেলায় পরিনত হয়। শুরুতেই গ্রুপের চিফ এডমিন নাজনীন খান কেয়া সাইফুল আলম স্বপন চৌধুরীকে ফুল দিয়ে বরণ করেন।
পরে চিফ এডমিন নাজনীন খান কেয়ার সভাপতিত্বে এবং সাংবাদিক ও উন্নয়ন কর্মি কামাল সিদ্দিকী’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন গ্রুপের এডমিন জামিল আহমেদ। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নব-নির্বাচিত পরিচালক সাইফুল আলম স্বপন চৌধুরী, অল ইন ওয়ান প্লাটফর্মের উপদেষ্টা মুখরোচকের সত্ত্বাধিকারী আয়শা ইরা, মায়ের পরশ খাবার ও পিঠা ঘরের সত্ত্বাধিকারী উদ্যোক্তা অনুজা সাহা এ্যানি, উদ্যোক্তা কানিজ ফাতেমা, উদ্যোক্তা জেনিফার নাসরিন ডলি, উদ্যোক্তা জেসরিন সুমী। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নব-নির্বাচিত পরিচালক সাইফুল আলম স্বপন চৌধুরীকে ‘‘অল ইন ওয়ান প্লাটফর্মের পক্ষ থেকে তাঁর হাতে সন্মাননা ক্রেষ্ট তুলে দেন উপদেষ্টা আয়শা ইরা ও উত্তরীয় পড়িয়ে দেন এডমিন জামিল আহমেদ।
সম্বর্ধনা জবাবে অনুষ্ঠানের প্রধান অতিথি সাইফুল আলম স্বপন চৌধুরী এমন আয়োজনে সন্তোষ প্রকাশ করে আগামী ১৩ থেকে ১৭ নভেম্বর উদ্যোক্তা মেলার সফলতা কামনা করেন এবং উদ্যোক্তাদের উন্নয়নে সকল প্রকার সহযোগীতার প্রতিশ্রুতির আশ্বাস দিয়ে বলেন, সততার সাথে মান সম্মত পণ্য উৎপাদন ও বিক্রি করতে হবে, যাতে ভোক্তারা না ঠকেন।
প্রধান অতিথি কেক কেটে মেলার শুভ কামনা করেন। সভায় মেলা সফল করার জন্য পরামর্শ মূলক বক্তব্য রাখেন উদ্যোক্তা জিনিয়া শারমিন ডলি, উদ্যোক্তা সুমাইয়া ইসলাম, উদ্যোক্তা রাজিয়া সুলতানা, উদ্যোক্তা মালা সরকার, উদ্যোক্তা আসমা আক্তার, উদ্যোক্তা আল হামরা কনক, উদ্যোক্তা সারজানা হক, উদ্যোক্তা নীলিমা ইয়াসমিন, উদ্যোক্তা মাসুম আক্তার চুমকী, উদ্যোক্তা ফারহানা রহমান, উদ্যোক্তা মহছিনা খাতুন সেতু, উদ্যোক্ত রিফাকাত আহমেদ, উদ্যোক্তা সালমা পারভীন শিলা, উদ্যোক্তা রোকসানা ইসলাম, উদ্যোক্তা নার্গিস আক্তার, উদ্যোক্তা রত্না আমিন, উদ্যোক্তা ফাহমিদা ফাইজা, উদ্যোক্তা জাবিন তাসমিন রিমি, উদ্যোক্তা আব্দুল্লাহ আল মামুন, উদ্যোক্তা আকাশুর রহমান নাজমুল, উদ্যোক্তা এনামুল হক, উদ্যোক্তা সাইদা পারভিন, উদ্যোক্তা মনা।