মেহেরপুরের ৯ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৩ জন ও ইউপি সদস্য পদে ১৯ জন, সংরক্ষিত সদস্য ৪জন প্রার্থীতা প্রত্যাহার

0

তৌহিদ উদ দৌলা রেজা: আসন্ন ইউপি নির্বাচনে ২য় ধাপে গাংনীর ৫টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ৩০জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ গ্রহনের নিমিত্তে তাদের মনোনয়ন পত্র উত্তোলন করেন। আজ ২৬ অক্টোবর( মঙ্গলবার) সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যারের শেষ দিন। শেষ দিনে মোট ৯ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। এরা হচ্ছেন, চেয়ারম্যান প্রতাহার-কাথুলী-২ জন, জাফর আকবর ও আমিনুল ইসলাম। সাহারবাটি মোট ৬ জন ,প্রত্যাহার ১জন, তৌহিদুল ইসলাম। তেতুলবাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯জন মনোনয়নপত্র উত্তোলন করেন। এদের মধ্যে প্রত্যাহার-৪ জন প্রার্থী। এরা হলেন-আমজাদুল হক, রতন আলী, আব্দুস সাত্তার, শরিফুল ইসলাম। বামন্দি ইউনিয়নে ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র উত্তোলন করেন। প্রত্যাহার করেন ২জন প্রার্থী। এরা হবিবুর রহমার হবি ও সোহেল রানা। মটমুড়া ইউনিয়ন মোট প্রার্থী ৩ জন, এদের মধ্যে কেউ প্রত্যাহার করেননি।

মুজিবনগর উপজেলার বাগোয়ন ইউনিয়নে ৫ জন প্রার্থীর মধ্যে প্রত্যাহার করেন ৩ জন। এরা হলেন স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর হোসেন, শায়েস্তা খান, শাহিন উদ্দীন। দারিয়াপুর ইউনিয়নে ৬ জন প্রার্থীর মধ্যে শুধু মাত্র ১ জন প্রার্থীতা প্রত্যাহার করেন খানজাহান আলী।
জেলার ৯ টি ইউনিয়নের ইউপি সদস্য(মেম্বর) পদে ৩২৯ জন প্রার্থীদের মধ্যে ১৯ জন প্রত্যাহার করেছেন। সংরক্ষিত আসনের(নারী) সদস্য ৯৯ জন প্রার্থীর মধ্যে ৪ জন প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
জেলা নির্বাচন অফিসার ও ইউপি নির্বাচনী আপিল কর্তৃপক্ষ মুহাম্মদ আবু আনছার চেয়ারম্যান, মেম্বর ও সংরক্ষিত আসনের মেম্বরদের প্রার্থীতা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.