ডোমারে অবৈধ ভাবে নদীর বালু উত্তোলণ করায় ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে অবৈধ ভাবে নদীর স্তুপকৃত বালু উত্তোলণ করায় ভ্রাম্যমাণ আদালতে আয়নাল হক(৬০) নামে এক ট্রাক্টর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আয়নাল হক পশ্চিম বোড়াগাড়ী সবুজপাড়া গ্রামের মৃত হাকি মুদ্দিনের ছেলে। মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পারঘাট বাজার এলাকায় দেওনাই নদীতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জায়িদ ইমরুল মোজাক্কিন।
অভিযান কালে আয়নাল হককে বালু ভর্তি ট্রাক্টরসহ আটক করে। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত বসিয়ে উক্ত জরিমানার টাকা আদায় করেন। এসময় আদালতকে সহযোগীতা করেন ডোমার থানা পুলিশ। সহকারী কমিশনার(ভূমি) জায়িদ ইমরুল মোজাক্কিন জানান, ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত আয়নালকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ৪ ধারা লঙ্ঘনের দায়ে ৫০ হাজার জরিমানা করা হয়েছে।