দিনাজপুরের চিরিরবন্দরে সত্তর বছের এক বৃদ্ধের আত্মহত্যা
মোঃ আসাদুল্লাহ আল গালিব, দিনাজপুর প্রতিনিধি : গত সোমবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ৯ টার পরে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়নের বাসুদেবপুর পশ্চিম বানিয়াপাড়ায় এই ঘটনা ঘটেছে। জানা গেছে, উপজেলার অমরপুর ইউনিয়নের বাসুদেবপুর পশ্চিম বানিয়াপাড়ার মৃত মজনু শাহ এর ছেলে মোসাব্বির হোসেন (৭০) তাঁর নিজ শয়নঘরের সিঁড়িতে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।
চিরিরবন্দর থানার এস আই আশরাফুল ইসলাম জানান, গত ৩/৪ বছর ধরে মানষিক ভাবে অসুস্থ ও আর্থিক অনটনে থাকায় ওই বৃদ্ধ আত্মহত্যা করে থাকতে পারে। তাঁর গলায় দাগ ছিল। পরিবারের সদস্যরা জানান, খাওয়া সেরে রাত ৯ টার পর নিজ শয়ন ঘরে ঘুমাতে যাওয়ার পর সকালে তাঁর ঘরে গেলে তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। থানায় সংবাদ দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডাইরী করা হয়েছে।