গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও ক্যাম্পিংয়ের উদ্বোধন

0

মো. হুমায়ুন কবির, গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও ডায়াবেটিস সচেতনার মাস উপলক্ষে গৌরীপুর ডায়াবেটিকস সমিতির উদ্যোগে বৃহস্পতিবার (১৮ নভেম্বর/২০২১) ‘ডায়াবেটিকসেবা নিতে আর দেরি নয়’ স্লোগানে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। একই সঙ্গে নওয়াব আলী মেমোরিয়াল ডায়াবেটিক ও চক্ষু হাসপাতালের উদ্যোগে মাসব্যাপী ফ্রী ডায়াবেটিস ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ ডা. মো. মতিউর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর ডায়াবেটিকস সমিতির উপদেষ্টা বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. শাহাব উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, গৌরীপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, নারী প্রতিনিধি মাহজাবিন আহম্মেদ, গৌরীপুর ডায়াবেটিকস সমিতির সভাপতি শাহজাহান সরকার, সাধারণ সম্পাদক এএসএম ফারুকুজ্জামান, কানাডা প্রবাসী মো. কামরুজ্জামান ভূইয়া, গৌরীপুর ব্যবসায়ী ঐক্য সংগঠনের সাবেক সভাপতি মো. ইউসুফ আলী, গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফা, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আলী হায়দার রবিন, কোষাধ্যক্ষ শামীম খান, সাংবাদিক ফারুক আহাম্মদ প্রমুখ। হাসপাতাল সূত্র জানায়, ১ নভেম্বর থেকে ফ্রি ক্যাম্পে ২হাজার ৩শ ২৮জন রোগীর ফ্রি সেবা প্রদান করা হয়েছে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.