ঈশ্বরদীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ
নিজস্ব প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। আজ ২০: ৪০ ঘটিকায় ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের চর কুড়ুলিয়া গ্রামে নব নির্বাচিত মেম্বার আসাদুল ইসলাম ও কামাল গ্রুপের সাথে স্বপন গ্রুপের লোকজনদের মধ্যে চর দখলকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এ সময় দুই পক্ষের লোকেরাই দেশীয় অস্ত্রশস্ত্র ও বন্দুক নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ এবং ৭/৮ জন আহত হয়েছে বলে জানা যায়। স্বপন গ্রুপের লোকজন দীর্ঘদিন ধরে চর দখল করে ভোগ দখল করেছিল।
আসাদ ও কামাল গ্রুপের লোকজন চর দখল করতে গেলে উক্ত সংঘর্ষের ঘটনা ঘটে। চর দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। গুলিবিদ্ধ ও আহতদের পাবনা সদর হাসপাতালে চিকিৎসা জন্য ভর্তি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবেশ নিয়ন্ত্রণে আনে বলে জানা যায়।
এলাকার অবস্থা স্বাভাবিক হলেও পুলিশ ঘটনাস্থল থেকে চলে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে জানায় এলাকাবাসী।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফোন না ধরার কারনে কোন পক্ষ থানায় অভিযোগ করেছে কিনা তা জানা সম্ভব হলো না।