নাটোরে ভ্রাম্যমান যুব প্রশিক্ষণ শুরু

0

রিয়াজ হোসেন লিটু, নাটোর: নাটোর সদর উপজেলায় সপ্তাহব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ আজ থেকে শুরু হয়েছে। উপজেলার ছাতনী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ‘হাঁস-মুরগী পালন’ বিষয়ে প্রশিক্ষণ গ্রহন করবেন ৩০ জন যুব ও যুবা। যুব উন্নয়ন অধিদপ্তর রাজস্ব খাতের অধীনে এই প্রশিক্ষণ আয়োজন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফরোজা খাতুন। উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুস সবুরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন আনু এবং স্বপ্ন সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক পারভীন আক্তার। স্বপ্ন সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক পারভীন আক্তার জানান, আত্মনির্ভরশীল কর্মী হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণে স্বপ্ন সমাজ উন্নয়ন সংস্থার এই এলাকার ৩০ জন সদস্য অংশগ্রহন করছেন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জানান, প্রশিক্ষিত যুব ও যুবা হাঁস-মুরগীর খামার স্থাপন করলে যুব উন্নয়ন অধিদপ্তর পাঁচ শতাংশ সার্ভিস চার্জে ঋণ প্রদান করবে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.