পাবনায় বিজয় দিবস পালন : শপথ বাক্য পাঠ

0

রফিকুল ইসলাম সুইট : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় পাবনায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর শপথ বাক্য পাঠে পাবনা আমিন উদ্দিন স্টেডিয়ামে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।
এ উপলক্ষে বৃহস্পতিবার রাতের প্রথম প্রহরে পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স দলীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে। সকালে পাবনা জেলা প্রশাসন, জেলা পরিষদ,পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পাবনা জেলা আওয়ামী লীগ, পাবনা পৌরসভা, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা মেডিকেল কলেজ, সরকারি শহীদ বুলবুল কলেজ, সরকারি মহিলা কলেজ, পাবনা কলেজ, জেলা বিএনপি, পাবনা প্রেসক্লাব, হাজী জসীম উদ্দিন ডিগ্রী কলেজ, পাবনা সংবাদ পত্র পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ ‘দুর্জয় পাবনা’ এ পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া সরকারি-বেসরকারি নানা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে কবিতা আবৃত্তি, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, পুরুস্কার বিতরণএবং আলোচনা সভা আয়োজন করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা দেয়া হয়।

জেলা প্রশাসন কার্যালয়ে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন গোলাম ফারুক প্রিন্স এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ার রহমান, পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, মুক্তিযোদ্ধা আ স ম আব্দুল রহিম পাকন, হাবিবুর রহমান, চন্দন কুমার চক্রবর্তী, আবুল কালাম আজাদ প্রমূখ।

জেলা আওয়ামী লীগ সকালে বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দুপুরে দলীয় কার্যালয় থেকে বিজয় র‌্যালী করে শহরের প্রধান সড়কগুলো পদক্ষিণ, বিকেলে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসুচী পালন করে। সকল উপজেলায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে। বৃহস্পতিবার বিকেলে স্বাধীনতা চত্ত্বরে জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপাপ্ত) রেজাউল রহিম লালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি সহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবমহিলা লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবসটি উপলক্ষে ব্যাপক কর্মসুচী পালন করে। বিজয় দিবসের প্রথম প্রহরে স্বাধীনতা চত্বরে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানান উপাচার্য প্রফেসর এম রোস্তম আলী, রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) বিজন কুমার ব্রহ্ম । এসব অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, পরিবহন প্রশাসক, গেস্ট হাউজ প্রশাসক, বিভাগীয় চেয়ারম্যানগণ, প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.