পাবিপ্রবি’র অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতির বিরুদ্ধে হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন

0

পাবনা প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও গনিত বিভাগের সহকারী রেজিস্ট্রার হারুনর রশিদ ডনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ক্যাম্পাসে সোমবার দুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সদস্যরা।

সম্প্রতি পাবনা সদরের ভাড়ারা ইউনিয়নে নির্বাচন কেন্দ্রিক সংঘর্ষে এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হত্যাকান্ডের ঘটনায় ওই ইউনিয়নের নৌকার চেয়ারম্যান প্রার্থী ছিলেন সহকারী রেজিস্ট্রার হারুনর রশিদ ডনের বড় ভাই আবু সাঈদ খান। রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ার কারনে তাকে জড়িয়ে মিথ্যা হত্যা মামলার আসামী করেছে প্রতিপক্ষ। এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেন বিশ^বিদ্যালয়ে কর্মরত কর্মকর্তা, কর্মচারীরা ও শিক্ষকেরা।

পাবিপ্রবির অফিসার্স অ্যাসোসিয়শনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ আল স্বপনের সভাপতিত্বে বক্তব্য দেন আন্ত:বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের মহাসচিব মীর মোরশেদুর রহমান, যুগ্ন মহাসচিব রফিকুল ইসলাম, সহ-সভাপতি মফিদুল ইসলাম মজনু, পাবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সোহাগ হোসেন, বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. হারুনার-রশিদ, ব্যবসায় শিক্ষা বিভাগের ডিন প্রফেসর ড. কামরুজ্জামান, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সহকারী রেজিস্ট্রার জহুরুল ইসলাম প্রিন্স, সেকশন অফিসার অলিউল্লাহ, বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম বাবু, কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক ফারুক হোসেন সহ আরো অনেকে। মানববন্ধন পরিচালনা করেন বাংলাদেশ আন্তঃবিশ^বিদ্যালয় অফিসার্স ফেডারেশনের যুগ্ন মহাসচিব রফিকুল ইসলাম রফিক।

মানববন্ধনে বক্তারা বলেন, কোন রাজনৈতিক কারনে ষড়যন্ত্র মূলক ভাবে একজন কর্মকর্তার নামে মিথ্যা মামলা দায়ের করা যায়না। ওই ঘটনার দিনে তিনি এই বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছিলেন। আজকে এই ধরনের মিথ্যা মামলার বিরুদ্ধে যদি প্রশাসনিক ভাবে বা বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ না করে তা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.