দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে রানীনগর ইউনিয়ন যুবলীগ সভাপতি এসএম শাহীনুর রহমানকে বহিস্কার
পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলার রানীনগরে দলীয় নেতাকর্মীদের উপর গুলি বর্ষনের ঘটনায় রানীনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি এমএম শাহীনুর রহমানকে যুবলীগ থেকে বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার পাবনা জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি এবং যুগ্ম আহবায়ক শিবলী সাদিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। জানা যায়, গত রোববার দুপুরে পাবনার সুজানগর উপজেলার আমিনপুর থানার রানীনগরে একটি জলাশয়ের মাছ ধরা ও আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও রানীনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি গ্রুপের মধ্যে গুলাগুলির ঘটনা ঘটে। এতে ১৮ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ২৫ জন আহত হয়। সে সময় এমএম শাহিনুর রহমান ও তার বাবা রানীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাদত হোসেনের লাইসেন্স করা বন্দুক দিয়ে গুলি চালায় এমন অভিযোগ এনে প্রতিপক্ষ থানায় মামলা দায়ের করে। পুলিশ শাহীনের বাবা শাহাদত হোসেন মাষ্টারকে গ্রেপ্তার করে বন্দুকটি জব্দ করেছে।
জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি বলেন, দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রের নির্দেশনায় রানীনগর ইউনিয়ন যুবলীগ সভাপতি এসএম শাহীনুর রহমানকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে।