মনোহরদীতে পাগলা কুকুরের কামড়ে ৬ নারী-শিশু জখম
সাইফুর নিশাদ , নরসিংদী প্রতিনিধি : পাগলা কুকুরের কামড়ে শুক্রবার মনোহরদীতে ৬শিশু জখম হয়েছে বলে খবর মিলেছে। আহত ৩ শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। শুক্রবার সকালের দিকে মনোহরদী বাসস্ট্যান্ড এলাকার ভাড়াটে মাঈনুদ্দীনের শিশুপুত্র জুনায়েদ(৭) নিজ বাসার সামনে প্রথমে পাগলা কুকুরের কামড়ে আহত হয়। পরে বিকেলের দিকে সংলগ্ন চকমাধবদী গ্রামের সিদ্দীকুর রহমানের শিশুপুত্র রনি (১১) ও পঞ্চাশকুড় গ্রামের খোরশেদ মিয়ার শিশুপুত্র ইয়াসিন (৩) কুকুরের কামড়ে আহত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আহতদের সেখান থেকে চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়াও উক্ত এলাকার আরো ৩ নারীশিশু একই দিন বিকেলে কুকুরের কামড়ে আহত হয়ে নিজ নিজ পারিবারিক উদ্দ্যোগে চিকিৎসা গ্রহন করে বলে জানা যায়। তাদের মধ্যে বাঘবের চুঙ্গীবিল গ্রামের হিরনের স্ত্রীকে কুকুর কামড়েছে বলে গ্রামবাসী সূত্রে জানা গেছে।