নীলফামারীতে ধানবীজ তলা রক্ষায় পলিথিন ব্যবহার কৃষকের

0

সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী প্রতিনিধি : পলিথিন ব্যবহার করে শীত কুয়াশা হতে ধানবীজ তলা রক্ষা করছে নীলফামারীর কৃষক। সরজমিনে গিয়ে দেখা যায় জলঢাকা উপজেলার শিমুল বাড়ি ইউনিয়নের বাসদহ গ্রামের কৃষক যোগেশ চন্দ্র রায় এর বীজক্ষেত গিয়ে কথা হলে জানান কুয়াশা ঠান্ডা বিরুপ আবহাওয়া থেকে ইরি ধানবীজ তলা রক্ষায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা দের পরামর্শে আমার ধান বীজ বাঁচাতে পলিথিন ব্যবহার করেছি।যার ফলে এখনো চারা বীজ ঠিক আছে,আবহাওয়া একটু ভালো হলেই জমিনে ইরি লাগা শুরু করিমো।

কৃষকের চাষাবাদের ক্ষেত্রে সব প্রতিকুলতা অতিক্রম করে কৃষক সাফল্য পেতে প্রতিনিয়ত একনিষ্ঠ ভাবে কাজ করে যাচ্ছে নীলফামারী কৃষি সম্প্রসারন অধিদপ্তর। এবিষয়ে কথা হলে নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আবুবক্কর সিদ্দিক বিডি২৪ভিউজ কে জানান, আমাদের যতটুকু অভিজ্ঞতা আছে তার সবটুকু ঢেলে দিয়ে যেকোনো মৌসুমে কৃষকের চাষাবাদে নানা রকমের পরামর্শ দিয়ে আসছি। যাতে কৃষক তার শষ্য উৎপাদনে করে লাভবান হতে পারে। এবারে জেলায় ৮১ হাজার ৫৫০ হেক্টর জমিতে ইরি চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.