ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত নারী প্রতিনিধিদের দায়িত্ব-কর্তব্য ও বাজেট পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ
মোঃ আসাদুল্লাহ আল গালিব , দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন শীর্ষক নারীর অংশগ্রহন এবং সেবার মান উন্নয়ন বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ ফেব্রুয়ারী) দুপুর ১২ টায় চিরিরবন্দর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় হল রুম কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডেমোক্রেসি ওয়াচের উপজেলা সমন্বয়কারী আমিনা বেগম । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লায়লা বানু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা সমন্বয়কারী মোঃ কামরুজ্জামান, ক্যাপাসিটি বিল্ডিং কো-অর্ডিনেটর জুলি আক্তার সহ চিরিরবন্দর উপজেলার ১২ টি ইউনিয়নের নবনির্বাচিত মহিলা সদস্যারা উপস্থিত ছিলেন।
এ সময় সভায় বক্তারা নবনির্বাচিত ও সম্ভাব্য নারীর প্রতিনিধিগন সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটিতে যুক্ত হয়ে সেবার মান উন্নয়নে ভূমিকা, সেবা প্রদানকারীর সাথে অপরাজিতাদের সমন্বয়বৃদ্ধি এবং নিজ নিজ নির্বাচনী এলাকার জনগণের নিকট গ্রহনযোগ্যতা বৃদ্ধির মাধ্যমে নারী নেতৃত্বের উন্নয়ন বিষয়ে বক্তব্য রাখেন।