সুন্দরবন দিবসের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত
রিজাউল করিম সাতক্ষীরা প্রতিনিধি : “বিশ্ব ভালোবাসা দিবসে, সুন্দরবনকে ভালোবাসি” এই শ্লোগানকে সামনে রেখে সুন্দরবন দিবসের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। সোমবার সকাল ১০টায় শহরের নিউমার্কেট মোড়ে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সেচ্ছাসেবী সংগঠন ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরার আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি সুব্রত হালদার, সাধারন সম্পাদক হোসেন আলী, মানবসম্পাদক বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান তুর্য, স্বেচ্ছা সেবী রিপন হোসেন, ফাতেমা তুজ জোহরা প্রমুখ। এ সময় এতে একাত্মতা ঘোষণা করেন জেলার বিভিন্ন সংগঠনের সেচ্ছাসেবীরা।
বক্তারা এ সময় ১৪ই ফেব্রুয়ারি সুন্দরবনকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সুন্দরবনের টিকে থাকার ওপর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের বেঁচে থাকা, অর্থনৈতিক অগ্রগতি, সমৃদ্ধি বহুলাংশে নির্ভরশীল। সুন্দরবন উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক সুরক্ষাকবচ। তাই যেকোনো মূল্যে আমাদের প্রাকৃতিক এই সুরক্ষা দেয়ালকে বাঁচিয়ে রাখতে হবে। একই সাথে সুন্দরবনের ক্ষতি হয়, এমন যেকোন কর্মকান্ড থেকে সরে আসার আহ্বানও জানান তারা।