রোটারী ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে প্রতিবন্ধীদের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন
পাবনা প্রতিনিধি : রোটারী ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সেলাই প্রশিক্ষণের কার্যক্রমের উদ্বোধন করা হয়।বুধবার (১৬’ ফেব্রুয়ারী) বিকেলে শহরের শালগাড়িয়া মহল্লার লার্নারস অর্গানাইজেশন কার্যালয়ে সেলাই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
রোটারী ক্লাব অব পাবনা নিউ সিটি’র সভাপতি রোটা. আবু মো. মোর্শেদ এর সভাপতিত্বে ও পিপি রোটা. মো. জালাল উদ্দিনের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা সমাজ সেবা কার্যালয় সহকারি পরিচালক খন্দকার গোলাম সরোয়ার।
এ সময় আরও বক্তব্য দেন পিপি রোটা. মো. নুরুন্নবী খান, আইপিপি রোটা. মো. আলতাফ হোসেন, প্রকল্প চেয়ার রোটা. মো. মহসীন আলম, ট্রেজারার রোটা. মো. জিল্লুর রহমান। স্বাগত বক্তব্য দেন লার্নারস অর্গানাইজেশন, শালগাড়িয়া পাবনার নির্বাহী পরিচালক জাহানারা বেগম বিজলী। প্রতিবন্ধী শিক্ষার্থীদের অভিভাবকের মধ্যে বক্তব্য দেন রোজিনা আক্তার।
বক্তাগণ বলেন প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। প্রতিবন্ধীরাও সমাজ তথা দেশ ও জাতির উন্নয়নে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।
এ সময় উপস্থিত ছিলেন লার্নারস অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা এবি এম এ আতিক, অ্যাড. ইশরাত জাহান ইমা, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যম কর্মি, প্রতিবন্ধীদের অভিভাবক ও প্রতিবন্ধী শিক্ষার্থীরা।